নতুন বছর শুরু হল, কিন্তু এখনো ঠিক হল না টাইম ম্যানেজমেন্ট

Spread the love

নতুন রেজ্যুলিউশন নিয়ে নতুন বছর শুরু করতে চান কিন্তু ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারছেন না। ভাবছেন, “এইবার সবকিছু গুছিয়ে ফেলব!” কিন্তু বছরের মাঝামাঝি এসে দেখলেন লিস্টের অর্ধেক কাজও শেষ হল না। অনেকের জন্য কমন একটা চিত্র এটি। কারণ,  এই সমস্যাটা শুধু আপনার না, আমরা অনেকেই এর মধ্যে পড়ে যাই।

ভাবুন তো, আপনি সকাল ৯টায় কাজ শুরু করেন। কাজের লিস্ট হাতে নিয়ে বসেছেন, কিন্তু প্রথম এক ঘণ্টা গেছে ইমেইল চেক করতে। এরপর সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, কলের উত্তর দেওয়া, এবং কাজের মাঝপথে অন্য কাজ ঢুকে যাওয়া।  দিন শেষে হয়তো মনে হয়, “আজ আর কী করলাম!”

একবার বিল গেটসের টাইম ম্যানেজমেন্টের একটি কেস স্টাডিতে বলেছিলেন, “আমার সবচেয়ে বড় সম্পদ হলো সময়। প্রতিটি মিনিট হিসেব করে চলি, কারণ সময়ই সাফল্যের মূল চাবিকাঠি।”

৭৫% মানুষ দিনের মধ্যে ৩ ঘণ্টা নষ্ট করে অপ্রয়োজনীয় কাজে। অথচ এই সময়টা যদি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যায়, তাহলে বছরে প্রায় ১,০৯৫ ঘণ্টা হাতে পাওয়া সম্ভব। ভাবুন তো, এই অতিরিক্ত সময় দিয়ে কী করা যায়!

আপনার জন্য একটি রিয়েলিটি চেক:

  • আপনার টাস্কলিস্টটা কি রিয়েলিস্টিক ?
  • আপনি কি একসঙ্গে অনেক কাজ শুরু করে ফেলে মাঝপথে ছেড়ে দেন?
  • আপনি কি নিজের জন্য “ফোকাস টাইম” বরাদ্দ রাখেন?

আপনার টাইম ম্যানেজমেন্ট ইম্প্রুভ করার  জন্য আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করছি:

  1. প্রায়োরিটি লিস্ট বানান: কাজগুলো আর্জেন্সী ও গুরুত্ব অনুযায়ী ক্যাটাগোরাইজ করুন।
  2. টাইম ব্লকিং পদ্ধতি ফলো করুন: প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখুন।
  3. ডিজিটাল ডিটক্স করুন: কাজের সময় সোশ্যাল মিডিয়া দূরে রাখুন।
  4. রিফ্লেকশন টাইম: দিনশেষে ১০ মিনিট নিন এটা দেখার জন্য, কী কী কাজ বাকি আছে, আর কোন কোন কাজ করা হয়েছে।

নতুন বছরে সঠিক টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার রেজ্যুলিউশন পূরণ করতে পারবেন। আর আপনার সাকসেসের গ্রাফটা উপরে উঠবে।

তাহলে, আপনার টাইম ম্যানেজমেন্টের কি অবস্থা ? যদি চান, আপনার টিপসগুলো আমার সাথে শেয়ার করতে পারেন।

শেষ করার আগে কিছু Quote দিয়ে শেষ করতে চাই।

Your greatest asset is your earning ability. Your greatest resource is your time. -Brian Tracy

I must govern the clock, not be governed by it. -Golda Meir-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

9 + 18 =