সাবস্ক্রাইব করার পরে আপনার ইমেইল এড্রেসে একটি Thank you mail যাবে। গুগলের স্ট্রিক্ট পলিসির কারণে তা স্প্যাম ফোল্ডারে জমা হতে পারে। তাই, ইনবক্সে মেইল না পেলে অনুগ্রহ করে স্প্যাম ফোল্ডার চেক করে ইমেইলটি ওপেন করে “Report not spam” বাটনে ক্লিক করুন। এতে মেইলটি unspam হয়ে যাবে। এবং ভবিষ্যতের মেইলগুলোও আর স্প্যাম ফোল্ডারে জমা হবে না। ধন্যবাদ।
জানার কোনো শেষ নেই। আবার সেলফ ডেভেলপমেন্টের জন্য জানার কোনো বিকল্পও নেই। নতুন কিছু জানা, চিন্তার পরিধি বাড়ায়। আর বিস্তৃত চিন্তার পরিধি বাড়ায় সুযোগ। তা হতে পারে ক্যারিয়ার, বিজনেসে বা যেকোনো কিছুতে। তাই কেমন হয়, প্রতি সপ্তাহেই আমরা যদি ক্যারিয়ার, বিজনেস, সেলফ ডেভেলপমেন্ট নিয়ে প্রতি সপ্তাহেই নতুন কিছু জানি ?
নতুন কিছু জানার জন্য তাই সাবস্কাইব করেই ফেলুন আমার সাপ্তাহিক নিউজলেটারে ! 🙂 প্রতি সপ্তাহের একটী নির্দিষ্ট দিনে আপনার ইমেইলে চলে যাবে নতুন কোনো বিজনেস, ক্যারিয়ার, মার্কেটিং বা সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড স্টোরি, কন্টেন্ট , টিপস বা নিউজ।